Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় নতুন করে ৭৪ জন শনাক্ত

বগুড়ায় নতুন করে ৭৪ জন শনাক্ত

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নতুন করে ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৭, নারী ২৪ ও শিশু ৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮১১ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন । জেলায় ৩ হাজার ১৯১ জন মোট সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম ফেসবুক লাইভে এসব তথ্য জানিয়েছেন । গতকাল এর ফলাফল আজ সকালে জানানো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ লাইভে জানায়, জেলার দুটি আরটি পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার ফলাফল দেওয়া হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে ১০ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।

Check Also

চসিক প্রশাসক হলেন খোরশেদ আলম সুজন

যমুনা নিউজ বিডিঃ করোনা ভাইরাসের মহামারীর মধ্যে নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় চট্টগ্রাম সিটি …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com