Breaking News
Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় নতুন করে সর্বোচ্চ ৬০ জন করোনায় শনাক্ত

বগুড়ায় নতুন করে সর্বোচ্চ ৬০ জন করোনায় শনাক্ত

স্টাফ রিপোর্টারঃ  বগুড়ায় নতুন করে ৬০ জন করোনায় শনাক্ত। এদের
মধ্যে পুরুষ- ৩৯জন,মহিলা-১৬ জন ও শিশু-৫ জন।
এদের মধ্যে সদরের- ৫০জন, কাহালু-৭জন, শেরপুর
২জন এবং শিবগঞ্জ একজন।
শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ( ৪৬ জন
পজিটিভ)ও টিএমএসএস এর ৪৬ ফলাফলে বগুড়ায়(১৪ জন
পজিটিভ)।
 এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৬২৯
সুস্থ-৫৩
মৃত্যু-০৬
এখন আছে- ৫৭০
সূত্র- ডা. মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন,
বগুড়া।

Check Also

লঞ্চ ডুবিতে নিহত ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ  বুধবার  বাদ মাগরিব মালগ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদে বগুড়া  জেলা ফল ব্যবসায়ী সমিতির …

%d bloggers like this:

Powered by themekiller.com