Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় নতুন করে করোনা শনাক্ত ৭৪

বগুড়ায় নতুন করে করোনা শনাক্ত ৭৪

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৭ জনের। এদের মধ্যে পুরুষ ৪৫, নারী ১৬ ও শিশু ৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১৫ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ফেসবুক লাইভে এসব জানিয়েছেন।

একই সময়ে সুস্থ হয়েছে ১৩১ জন। এদের মধ্যে সদর উপজেলার ১০০ জন রয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪ হাজার ৩৮৭ জন। বর্তমানে বগুড়ায় করোনা রোগী রয়েছেন ১ হাজার ৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় কেউ মারা যাননি। এ জন্য বগুড়ায় করোনায় মোট মৃত্যু সংখ্যা ১২২ জন।

জেলায় নতুন নমুনা সংগহ করা হয়েছে ২৭৩টি। আর গতকাল পরীক্ষা করা হয়েছে ২৯৯টি নমুনা।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৮২ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৬২ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

Check Also

এবার ড্রোনে ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বগুড়ার এসপি

ষ্টাফ রিপোর্টার ঃ বার ড্রোন দিয়ে ছবি তুলেও আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বগুড়ার পুলিশ সুপার আলী …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com