Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় নতুন আক্রান্ত ৬৪, সুস্থ ৫৭

বগুড়ায় নতুন আক্রান্ত ৬৪, সুস্থ ৫৭

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আরও ৬৪জন করোনায় আক্রান্ত এবং নতুন করে ৫৭জন সুস্থ হয়েছেন। নতুন আক্রান্ত ৬৪জনের মধ্যে পুরুষ ৩৭জন, ২৪জন নারী এবং বাদবাকি ৩জন শিশু।

শনিবার সকাল ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর।

তিনি জানান, জেলায় বর্তমানে ৪ হাজার ৮৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নতুন করে ৫৭ জন সুস্থ হওয়ায়  সুস্থতার সংখ্যা বেড়ে ৩হাজার ৩৮৭জনে দাঁড়িয়েছে। তবে ৩১জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় করোনায় কেও মারা না যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ১০৪ জনেই অপরিবর্তিত রয়েছে।

জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ওই ব্রিফিংয়ে জানানো হয়, ৩১জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৪৬জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৬৪টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ১৮টি।

নতুন আক্রান্ত ৬৪জনের উপজেলাভিত্তিক বিশ্লেষণে সদরে ৪৫জন, শেরপুরে ১১জন, দুপচাঁচিয়ায় ৩জন, শিবগঞ্জে ৪জন এবং  একজন  শাজাহানপুরের।

ডা. ফারজানুল ইসলাম নির্ঝর আরও জানান, নতুন করে আক্রান্ত ৬৪ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে প্রয়োজন হলে তাদেরকে হাসপাতালে যেতে বলা হয়েছে।

Check Also

করোনায় আক্রান্ত এমপি সাহাদারা মান্নান হাসপাতালে ভর্তি

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com