Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় নতুন আক্রান্ত ৩৫, সুস্থ ৬২

বগুড়ায় নতুন আক্রান্ত ৩৫, সুস্থ ৬২

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ২৯৯নমুনার ফলাফলে আরও ৩৫জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১১দশমিক ৭০শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ১৯৫জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ৬২জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ১৯৯জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে আরও একজন মারা যাওয়ায় মৃত্যু মোট ১৭৩জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম আনিসুর রহমান(৬৭)।তার বাড়ি গাইবান্ধা জেলায়।
তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে মারা যান। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ১৩ সেপ্টেম্বর, রোববার জেলার দু’টি পিসিআর ল্যাবে ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২৮৬টি নমুনার মধ্যে ২৯টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১৩টি নমুনায় পজিটিভ আসে আরও ৬জনের। জেলা স্বাস্থ্য দপ্তর আরও জানায়, নতুন আক্রান্ত ৩৫জনের মধ্যে সদরে ১৮জন, শেরপুরে ৪জন, কাহালুতে ৩জন, শাজাহানপুরে ৩জন, দুপচাঁচিয়ায় ২জন, গাবতলীতে ২জন, নন্দীগ্রাম, সোনাতলা এবং শিবগঞ্জে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

 

Check Also

দেশের ১৭ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে আজ

 যমুনা নিউজ বিডিঃ দেশের ১৭টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com