Breaking News
Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় নতুন আক্রান্ত ৩০, মৃত্যু ২

বগুড়ায় নতুন আক্রান্ত ৩০, মৃত্যু ২

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নতুন করে আরও ৩০জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৩০৭ নমুনার ফলাফলে ৩০জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। আক্রান্তের হার ৯দশমিক ৭৭শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ২৬৪জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ৪৩জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৩১১জন। এছাড়া জেলায় নতুন করে আরও এক নারীসহ দুইজন মারা যাওয়ায় মৃত্যু মোট ১৭৫জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ১৬ সেপ্টেম্বর, বুধবার জেলার দু’টি পিসিআর ল্যাবে ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়। সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২৯৮টি নমুনার মধ্যে ৩০টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ৯টি নমুনার সবগুলোই নেগেটিভ এসেছে। জেলা স্বাস্থ্য দপ্তর আরও জানায়, নতুন আক্রান্ত ৩০জনের মধ্যে সদরে ২৪জন, গাবতলীতে ৩জন আদমদীঘিতে ২জন এবং কাহালুতে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

Check Also

বগুড়ায় সবজি বীজতলায় ব্যস্ত সময় কাটছে চাষিদের

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় রবি মৌসুমের শীতকালীন আগাম সবজি চাষাবাদ শুরু করেছেন চাষিরা। এখন সবজি বীজতলায় …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com