Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় তিনদিন ধরে নিখোঁজ এক তরুণী

বগুড়ায় তিনদিন ধরে নিখোঁজ এক তরুণী

স্টাফ রিপোর্টার: বগুড়ায় তিনদিন ধরে নিখোঁজ রয়েছে সুখি (১৯) নামে এক তরণী বধূ। গত মঙ্গলবার শহরের সেউজগাড়ী এলাকায় রিক্সায় তুলে দেয়ার পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।সুখির বোন চৈতি বেগম জানান, গত ৭ জুন তার বোন সুখি সোনাতলায় তার স্বামীর বাড়ি থেকে তার শহরের সেউজগাড়ীস্থ বাড়িতে বেড়াতে আসে।
এরপর সে তার বাড়িতে একদিন থাকে। এরপর সে তার স্বামীর বাড়ি সোনাতলায় কামারপাড়ায় ফিরতে চাইলে তাকে গত ৮ জুন সকাল সাড়ে ১০ টার দিকে চেলোপাড়া সিএনজি স্ট্যান্ডে যেতে একটি রিক্সায় তুলে দেয়া হয়। কিন্তু সে বাড়িতে না গিয়ে নিখোঁজ হয়। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বগুড়া সদর থানার ওসি এস.এম বদিউজ্জামান জানিয়েছেন, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ সুখিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Check Also

ক্ষেতলালে ৪৮৫ পিস ইয়াবাসহ যুবক আটক

যমুনা নিউজ বিডিঃ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঁচুইল গ্রামে অভিযান …

%d bloggers like this:

Powered by themekiller.com