Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার: শনিবার সকালে বগুড়া পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস ‘ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন বগুড়ার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ফয়েজ অাহাম্মাদ!! এ সময় উপস্হিত ছিলেন বগুড়া পৌরসভার সভার মেয়র জনাব এ্যাড. একে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন জনাব ডা. মো.শামসুল অালম, ডা. সামির হোসেন মিশু, পৌরসভার এ ও মামুনুর রশীদ মামুন , রোটারী ক্লাব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো.মোস্তাফিজার রহমান,প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোরশিদা খাতুন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মোজাম্মেল হক তালুকদার, রোটারিয়ান সুলতানা পারভিন শ্রাবণী, রোটারিয়ান মো. রেজাউল হক বুলু, রোটারিয়ান রফিকুল ইসলাম বুলবুল, রোটারিয়ান মো. নবিউল ইসলাম নয়ন, রোটারিয়ান অাবু তাহের মেজবা, রোটারিয়ান সোহরাব হোসেন উজ্জল, রোটারিয়ান রাসেদুজ্জামান,রোটারেক্টর মীর্জা শাহ রেজা, ডরথী, অাইনুর, সোয়ান প্রমুখ!

Check Also

শিক্ষা কর্মকর্তার বদলি বাণিজ্য

যমুনা নিউজ বিডি:   নড়াইলের লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ গ্রহণের বিনিময়ে বিধিলঙ্ঘন করে …

Powered by themekiller.com