Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় করতোয়া নাট্য গোষ্ঠীর ৪৩তম বর্ষপূর্তি উৎসব

বগুড়ায় করতোয়া নাট্য গোষ্ঠীর ৪৩তম বর্ষপূর্তি উৎসব

স্টাফ রিপোর্টারঃগতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া টিটু মিলনায়তনে করতোয়া নাট্য গোষ্ঠীর ৪৩তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা এবং নাটক কদম মুন্সির ঠিকানা অনুষ্ঠানে সভাপত্বিত করেন করতোয়া নাট্যগোষ্ঠীর সভাপতি এম এইচ হানিফ সাজ।প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি তৌফিক হাসান ময়না,বগুড়া জেলা কালচারাল অফিসার শাহাদত হোসেন,বগুড়া ইয়ুথ কয়্যার ও লায়ন্স ক্লাব এর সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু,এবিএম জিয়াউল হক বাবলা, আবু সাঈদ সিদ্দিকী, খলিলুর রহমান চৌধুরী।এর পর গুনীজন সংবর্ধনাপ্রদান করা হয় সংবধীত ব্যক্তি হলেন বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির গোলাম রাব্বী হাছান ও বিশিষ্ঠ নাট্য অভিনেতা রোস্তম আলী নগরী।সকালে বর্নাঢ্য র‌্যালী বের হয়।সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠান ও গুনিজন সংবর্ধনা শেষে নাটক কদম মুন্সির ঠিকানা অনুষ্ঠিত হয়। নাটক সমাজের দর্পণ ।সমাজকে জাগ্রত করুন দেশ ও আপনি ভাল থাকবেন এটা হোক অঙ্গিকার ।

Check Also

বগুড়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানব বন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার আয়োজনে মঙ্গলবার শহরের সাতমাথায় মানব বন্ধন কর্মসূচী …

Powered by themekiller.com