Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় কট্টো ও চারু সিরামিক উৎপাদিত স্যানিটারী ওয়্যারের পরিচিতি সভা

বগুড়ায় কট্টো ও চারু সিরামিক উৎপাদিত স্যানিটারী ওয়্যারের পরিচিতি সভা

সোমবার রাতে বগুড়ার একটি অভিজাত হোটেলে থ্যাইল্যান্ডের ফটো সিরামিক ও দেশের চারু সিরামিক যৌথভাবে উৎপাদিত সেনিটারী ওয়্যারের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বগুড়া অঞ্চলের পরিবেশক দৈনিক সেনিটারী স্টোর আয়োজিত পরিচিতি সভায় উৎপাদিত সেনিটারী ওয়্যারের গুণগতমানসহ সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক সেনিটারী স্টোরের সত্ত্বাধিকারী মো: শহিদুল ইসলাম সজীব। এসময় অত্র অঞ্চলের সকল সেনিটারী ব্যবসায়ীবৃন্দ ও চারু সিরামিকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি

Check Also

অর্ধেকের বেশি লাশ চেনার উপায় নেই!

যমুনা নিউজ বিডি :   রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধেকের বেশি লাশ দেখে চেনার কোনো উপায় নেই। দেহগুলো …

Powered by themekiller.com