Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় ঐতিহাসিক ভাসুবিহারে উদ্বোধন হলো প্রত্নানাটক ‘মহাস্থান’

বগুড়ায় ঐতিহাসিক ভাসুবিহারে উদ্বোধন হলো প্রত্নানাটক ‘মহাস্থান’

নয়ন রায়,ভাসুবিহার,বগুড়া ঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ভাসুবিহারে আজ শুক্রবার প্রত্নানাটক ‘মহাস্থান’ এর পর্দায় উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী পরিচলনায় এই অঞ্চলের আড়াই হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে এই নাটকটি শনিবারেও চলবে। প্রায় সোয়া দুই ঘণ্টার এই নাটকে অংশ নিচ্ছেন তিন শতাধিক শিল্পী ও কলাকুশলী। ড. সেলিম মোজাহারের রচনায় প্রত্নানাটক ‘মহাস্থান’ এর নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। মহাস্থানের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের শৈল্পিক উপস্থাপনই এই নাটকের মূল প্রতিপাদ্য। আজ বিকেলে দু‘দিনব্যাপী এই নাটক মঞ্চায়নের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বগুড়া জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহম্মেদ,শিবগঞ্জ নির্বাহি কর্মকর্তা মোঃ আলমগীর কবির, ওসি মিজানুর রহমান মিজান, বিভিন্ন সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব উপস্তিত ছিলেন । নাটকটির শুরুতেই ছিল, প্রাচীন শিকার যুগের বিভিন্ন সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষপটের ভিত্তিতে এই অঞ্চলে ঘটে যাওযা বিভিন্ন ঘটনা সমূহ পালাগানরূপে নাটক। হাজার হাজার দর্শক সমাগমে বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ভাসুবিহারকে।

Check Also

অর্ধেকের বেশি লাশ চেনার উপায় নেই!

যমুনা নিউজ বিডি :   রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধেকের বেশি লাশ দেখে চেনার কোনো উপায় নেই। দেহগুলো …

Powered by themekiller.com