Breaking News
Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় এডি. এসপি সনাতন ও ওসি বদিউজ্জামানসহ ৩১জন পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

বগুড়ায় এডি. এসপি সনাতন ও ওসি বদিউজ্জামানসহ ৩১জন পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

স্টাফ রিপোর্টারঃশীর্ষ মাদক ব্যবসায়িদের গ্রেফতার, হত্যা মমলার রহস্য উন্মোচন, ওয়ারেন্ট তামিল, চৌকষ কার্য সম্পদান, যানজট নিয়ন্ত্রনসহ অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ডিবি’র ইন্সপেক্টর আছলাম আলী, ট্রাফিক ইন্সপেক্টর মুহা: নজমূল আলমসহ ৩১জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বগুড়া পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম পুরস্কার হিসাবে তাদের ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করেন। পুরস্কার প্রাপ্তরা হলেন বনানী ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম, পুলিশ লাইন্সের ইন্সপেক্টর শাহানূর ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইও মো: আব্দুল আলীম, ফুলবাড়ী ফাঁড়ীর এসআই হাফিজুর রহমান, শাজাহাপুর থানার এসআই জাহাঙ্গীর কবির, সদর থানার এসআই মীর ফেরদৌস আলী, সদর ট্রাফিক ফাঁড়ীর সাজেন্ট রনি পোদ্দার, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম, জেলা বিশেষ শাখর এএসআই মিজানুর রহমান, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর এএসআই মো: নূরে আলম, সদর থানার এএসআই এরশাদ আলী, নন্দীগ্রাম থানার এএসআই নূর আলম, বগুড়া স্টেডিয়াম ফাঁড়ীর এসআই আলম সর্দার, একই ফাঁড়ীর এমসআই নূর আলম, ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু, গাবতলী মডেল থানার এসআই সুজা মিয়া, আদমদিঘী থানার এসআই সাম মোহাম্মদ, ও এসআই রেজাউল করিম, শিবগঞ্জ থানার এএসআই মুক্তার হোসেন, কাহালু থানার এমসআই মোজাম্মেল হক, সদর থানার এএসআই আবু তাহের ও একই থানার আব্দুস সালাম, জয়নাল আবেদীন, ও কনস্টেবল রেজাউল করিম ও পুলিশ লাইন্সের কনস্টেবল আবু নাসের। এছাড়া সদর ট্রাফিক ফাঁড়ীর অবসবপ্রাপ্ত কনস্টেবল বিদায়ি ক্রেষ্ট দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শফিজুল ইসলাম, আরিফুর রহমান মন্ডল বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান, সহকারি পুলিশ সুপার মশিউর রহমান, সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন, সহকারি পুলিশ সুপার আলমগীর রহমান, সহকারি পুলিশ সুপার ফজলে খুদা পলাশ, সহকারি পুলিশ সুপার কুদরাত ই-খুদা শুভ, সহকারি পুলিশ সুপার হেঁলেনা আক্তারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Check Also

খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৭

খাগড়াছড়ি সদর এলাকার খবংপুড়িয়া গ্রামে মঙ্গলবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন। ভোরে ওই গ্রামের …

Powered by themekiller.com