Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় একদিনে করোনায় শনাক্ত ৪০

বগুড়ায় একদিনে করোনায় শনাক্ত ৪০

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ২০৬টি পরীক্ষায় ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৬২ জন। আর জেলায় একদিনে নতুন নমুনা সংগ্রহ হয়েছে ৩২৯টি।

আক্রান্তদের মধ্যে পুরুষ ৩১, নারী ৮ ও শিশু ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮ জন।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম ফেসবুক লাইভে এসব তথ্য জানিয়েছেন। গতকালের ফলাফল আজ সকালে জানানো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ লাইভে জানায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। অন্যদিকে টিএমএসএস বেসরকারি হাসপাতালে ১৮টি নমুনার মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়।

আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ২৮ জন।  শেরপুরে ৫, শাজাহানপুর ও কাহালুতে ২ জন করে মোট ৪ জন। সারিয়াকান্দি, গাবতলী ও শিবগঞ্জে ১ জন মিলে মোট ৩ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন । এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৯ জনে।

Check Also

সোনালী অতীতের ফুটবল লড়াই : বগুড়ার কাছে হারলো ঢাকা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বাংলাদেশ জাতীয় দলে খেলা সাবেক ফুটবলাররা খেলতে আসছে। তারা বগুড়ার সাবেক ফুটলারদের …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com