Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় একই দিনে বজ্রপাতে বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় একই দিনে বজ্রপাতে বাবা-ছেলেসহ নিহত ৩

 স্টাফ রিপোর্টার ঃ বগুড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার জেলার সোনাতলা উপজেলায় ওই ঘটনা ঘটে। তারা হলেন- সোনাতলার মধুপুর গ্রামের ছাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩২) ও তার ছেলে সিয়াম হোসেন (১০)।
এর আগে সকাল ৯ টার দিকে ওই উপজেলার কাতলাহার গ্রামের সুবাষ চন্দ্রের ছেলে সুমন মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো। তখন সোনাতনার মধুপুর গ্রামের সিদ্দিক আলী বেলা ১২ টার দিকে তার ছেলেকে নিয়ে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে তারা আহত হয়। পরে তাদরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এর আগে সকাল ৯ টার দিকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। সে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলো।

 

Check Also

যমুনা নদীতে নৌ-দুর্ঘটনায় কৃষকের মৃত্যু : আহত ৪

যমুনা নিউজ বিডিঃ যমুনা নদীর বাগচর নামকস্থানে নৌ-দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক কৃষকের মৃত্যু …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com