Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদ্যাপন
dav

বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার: বগুড়ায় কর্মসূচি বাস্তবায়নকারী এনজিওদের উদ্যোগে এবং নেদারল্যান্ডস্ অ্যাম্বাসী’র অর্থায়নে, ইউএনএফপিএ, আইন ও সালিশ কেন্দ্র এবং গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় বুধবার সকালে বগুড়ায় গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের কার্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন করা হয়েছে। জিবিভি প্রিভেনশন ফোরামের আহবায়ক ও পল্লী উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক আবু হাসনাত সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ ভট্রাচার্য শংকর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোখলেসুর রহমান পিন্টু। দিবসটি উদযাপনের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কিত কী-নোট উপস্থাপন করেন শিশু ও যুব সংগঠক এবং দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। এছাড়াও বক্তব্য বাখেন লেখক নজমল হোসেন খান, বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড, পেস্ড এর নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভা, গাক এর পরামর্শক মো মোবারক হোসেন খান, ব্লাস্ট এর জেলা সমন্বয়কারী এ্যাড. আশরাফুন্নাহার স্বপ্না, আব্দুল খালেক, কেজিএম ফারুক ও স্বপ্ন এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমানসহ অনেকে। অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী জুয়েল রানা, আহসান হাবিব ও হাবিবুর রহমান। স্বেচ্ছাসেবীরা কিভাবে স্বেচ্ছায় সামাজিক কর্মকান্ডে অবদান রাখছেন সে তারা অভিজ্ঞতা বর্ননা করেন। এছাড়াও বক্তরা সমাজে সেচ্ছাশ্রমের ইতিহাস এবং সমাজ গঠনে এর প্রয়োজনীয়তা সর্ম্পকে আলোচনা করেন। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মোট ৪০ জন স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

Check Also

বেলকুচিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর

যমুনা নিউজ বিডি: সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের  হামলা করার অভিযোগ পাওয়া …

Powered by themekiller.com