Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় আজকে ৪২জন করোনা শনাক্ত

বগুড়ায় আজকে ৪২জন করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টারঃ  বগুড়ায় নতুন করে ৪২জন করোনায় শনাক্ত। এদের
মধ্যে পুরুষ-২৯ জন,মহিলা-৭জন ও শিশু ৬ জন।
 এদের মধ্যে সদরের- ২৮জন, শেরপুরে ৮জন,
গাবতলীতে ২জন, ধুনটে ২জন, শাজাহানপুর ও
কাহালুতে একজন করে।
 সদরের মধ্যে মাটিডালীতে একই পরিবারের
৪জন।
 শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ১৬৩(২৭
পজিটিভ)ও টিএমএসএস এর ৪২ ফলাফলে বগুড়ায়(১৫জন
পজিটিভ)।
 এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৫১৭
সুস্থ-৪৮
মৃত্যু-০১
এখন আছে- ৪৬৮
সূত্র- ডা. মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন,
বগুড়া।

Check Also

শিবগঞ্জে বিট পুলিশিং সংক্রান্তে মত বিনিময় সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে পৌর মিলনায়তনে বিট পুলিশিং সংক্রান্তে …

%d bloggers like this:

Powered by themekiller.com