Home / সারাদেশ / বগুড়া / বগুড়ার শিবগঞ্জে ধান ক্ষেতে ৪ জনের গলা কাটা লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে ধান ক্ষেতে ৪ জনের গলা কাটা লাশ উদ্ধার

শিবগঞ্জ বগুড়া : সোমবার বগুড়ার শিবগ‌ঞ্জে আটমুল ইউনিপয়‌নের ডাবুইর গ্রা‌মের কাছে বাদলা দিঘী মাঠের ধান ক্ষেতে গলা কাটা ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্ন করেন জেলা পুলিশ সুপার আলী আশরআফ ভূঞা ও সহকারী পুলিশ সুপার মশিউর রহমান। শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, কে বা কাহারা গলা কে‌টে ৪জন‌কে হত্যা করে ফে‌লে গে‌ছে। তা‌দের ২জ‌নের নাম প‌রিচয় পাওয়া গেছে। এরা হ‌লেন আটমুল ইউনিহয়‌নের কাঠগাড়া চক পাড়া গ্রা‌মের (১) অছির উদ্দিনের ছে‌লে ভাই‌য়ের পুকুর হা‌টে পা‌ন বি‌ক্রেতা শাহাবুল ইসলাম(৩৩) ও একই গ্রা‌মের রং মি‌স্ত্রি জহুরুল ইসলা‌মের ছে‌লে জাকা‌রিয়া(৩০), জাকা‌রিয়ার বাবার বা‌ড়ি ‌কিচক ধুলাঝাড়া গ্রা‌মে, সে তার মা‌য়ের কা‌ছে থা‌কেন ব‌লে গ্রামবা‌সি জা‌নি‌য়ে‌ছে।

Check Also

২৪ ঘণ্টায় ৫০ জন গ্রেপ্তার ফরিদপুরে

যমুনা নিউজ বিডি ঃ ফরিদপুর জেলার বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রয়, সেবন …

Powered by themekiller.com