শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সপ্তাহের মেলায় ধুনট মহিলা ডিগ্রি কলেজ প্রথম স্থান
অর্জন করেছেন। মুজিবর্ষে আমাদের অঙ্গীকার-প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার।
গত আট ডিসেন্বর সকাল ১১টায় ৪২তম বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
করেন,বগুড়া-৫ ধুনট-শেরপুর এলাকার এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো.হাবিবর
রহমান। এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার
মহন্ত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট
পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রনী,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, একাডেমিক সুপার
ভাইজার রোকাইয়া পারভীন, ধুনট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম,এম জিয়াউল
হক হিরন, পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান, ধুনট মহিলা
ডিগ্রি কলেজের আইটি বিভাগের শিক্ষক শফিকুল ইসলাম শফিক,পদার্থ
বিভাগের আজাহার আলী, রসায়ন বিভাগের নূরে আলম জুয়েল, ও ফজলুল করিম
প্রমূখ।
মেলা শেষে বিচারক মন্ডলীদের চুড়ান্ত রায় বিশ্লেষনে ধুনট মহিলা ডিগ্রি
কলেজকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে প্রথম স্থান অর্জন করার জন্য পুরস্কিত করা হয়।
