Home / সারাদেশ / বগুড়া / বগুড়ার গোকুল হরিপুর বন্দরে ট্রাক ও অটো ভ্যান সংঘর্ষে নিহত ২

বগুড়ার গোকুল হরিপুর বন্দরে ট্রাক ও অটো ভ্যান সংঘর্ষে নিহত ২

যমুনা নিউজ বিডি: বগুড়া সদরের নামুজা টু ঘোড়াধাপ রোডে গোকুল হরিপুর বন্দরে ট্রাক অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত।
জানা গেছে,শনিবার সন্ধ্যা ৭টায় বগুড়া গামী ট্রাক ও নামুজা গামী একটি অটো ভ্যান গোকুল ইউনিয়নের চাঁদমুহা হরিপুর বন্দরে মুখোমুখি সংঘর্ষে অটো ভ্যান গাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পরে যায় এতে করে ঘটনাস্থলেই অটো ভ্যান যাত্রী ২ জন নিহত হয়।
নিহতরা হলোঃ বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ছোট টেংরা গ্রামের মৃত লোকমান মুন্সির পুত্র সামছুল হক(৫০) ও একই ইউনিয়নের সাদনাা হুকমাপুর গ্রামের মৃতঃ বেলায়েত হোসেন এর পুত্র আনিছার রহমান (৫৫) বলে স্থানীয় সূত্রে জানা যায়।
নিহত ২ জন ঘোরাধাপ হাট থেকে কপি বিক্রি করে বাজার করে অটো ভ্যান যোগে বাড়ি ফিরছিল।
পরে স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে সদর থানায় সংবাদ দিলে তাৎক্ষনিক সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান,থানার এস আই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আলী রেজা তোতন,সংরক্ষিত মহিলা সদস্য রুমি বেগম,যুবলীগ নেতা সাইদুর রহমান প্রমুখ।
একই এলাকার ২ জন লোক নিহত হওয়ায় নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Check Also

পাবনায় ৩ দিন শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের ১৩১ তম মহোৎসব শুভ উদ্বোধন

পাবনা প্রতিনিধিঃ পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ৩ দিন ব্যাপি ১৩১ তম আবির্ভাব বর্ষবরন …

Powered by themekiller.com