Home / সারাদেশ / বগুড়া / বগুড়ার গোকুলে বিআরটিসি কোচের ধাক্কায় নিহত ১ আহত ২

বগুড়ার গোকুলে বিআরটিসি কোচের ধাক্কায় নিহত ১ আহত ২

বগুড়া ঃ সোমবার দুপুরে বগুড়া – রংপুর মহাসড়কের গোকুলে কোচের ধাক্কায় ১ নারী নিহত, আহত ২, চালককে স্থানীয় জনগন আটক করে পুলিশে সোর্পদ করেছে।
জানা গেছে, সোমবার দুপুরে বগুড়া সদরের বগুড়া রংপুর সড়কের গোকুলের ঘাটের পাড় নামক স্থানে একটি অটো ভ্যানকে জয়পুর হাট গামী একটি বিআরটিসি কোচের ( ঢাকা মেট্রো – চ- ৬৭৩১)স্বজোরে ধাক্কা দিলে সদরের ছোট কুমিড়া গ্রামের জিন্নাহ মিয়ার স্ত্রী মুনজুয়ারা বেগম( ৬৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহতরা হলো একই এলাকার আব্দুর রহিমের স্ত্রী লাভলী বেগম ও হারুনের স্ত্রী হাজেরা বেগম,অটো ভ্যান চালক মহাস্থানের অনন্তবালা গ্রামের তোতা মিয়া।তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কোচ চালক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের শফিকুল ইসলামকে স্থানীয় জনগন আটক করে গোকুল ইউনিয়ন পরিষদে আটক করলে ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ সদর থানা পুলিশকে অবহিত করলে থানার এস আই গাউসুল আজম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

Check Also

ফরিদপুরে আ.লীগ তিন, স্বতন্ত্র পাঁচ

যমুনা নিউজ বিডি: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের আট উপজেলার তিনটিতে আওয়ামী লীগ …

Powered by themekiller.com