স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অস্থায়ী দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান রুস্তমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাছুদুর রহমান হিরু মন্ডল ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডঃ শরিফুল ইসলাম হীরা। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কারামুক্তি দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানাদিক আলোচনা করেন এবং তৃণমূল বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান প্রধান অতিথি। শেষে জিয়া পরিবার সহ দেশ ও জাতির কল্যাণে জন্য দোয়া করা হয়।