Breaking News
Home / বিনোদন / ফের মৃত্যুর গুজব; সুস্থ আছেন এটিএম শামসুজ্জামান

ফের মৃত্যুর গুজব; সুস্থ আছেন এটিএম শামসুজ্জামান

যমুনা নিউজ বিডিঃ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে নিয়ে আবারও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিষয়টি নিয়ে বিব্রত ও হতাশা ব্যক্ত করেছে তার পরিবার। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ জানান, বাবা বাসাতেই আছেন এবং সুস্থ আছেন। এ পর্যন্ত আমার বাবাকে নিয়ে এতবার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে যে আমাদের পুরো পরিবার বিব্রত।

মৃত্যুর গুজব না ছড়িয়ে এটিএম শামসুজ্জামানের জন্য দোয়া করার অনুরোধ করেছে পরিবার। প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার এই বরেণ্য অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত।

Check Also

শুভ জন্মদিন অ্যাঞ্জেলিনা জোলি

যমুনা নিউজ বিডিঃ আজ মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্মদিন। ১৯৭৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া …

%d bloggers like this:

Powered by themekiller.com