Breaking News
Home / আন্তর্জাতিক / ফের অচলাবস্থার মুখে যুক্তরাষ্ট্র!

ফের অচলাবস্থার মুখে যুক্তরাষ্ট্র!

যমুনা নিউজ বিডি:  যুক্তরাষ্ট্রে আবারও যেন অচলাবস্থা শুরু না হয় সে বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে সংলাপ কোনো চুক্তি সম্পাদন ছাড়াই থেমে গেছে।

এ কারণে দেশটি আবারও অচলাবস্থার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহ ধরে চলমান অচলাবস্থা ছিল। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে সাময়িকভাবে তা কেটে যায়।

গত মাসে হওয়া তিন সপ্তাহের চুক্তির সময়সীমা শুক্রবারই শেষ হয়ে যাবে। এর আগেই নতুন চুক্তি না হলে আবারও অচলাবস্থা শুরু হবে।

এর আগে, ট্রাম্প সরকারকে একটানা ৩৫ দিন অচলাবস্থা কাটাতে হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ অচলাবস্থা।

সূত্র : বিবিসি, নিউ ইয়র্ক টাইমস

Check Also

ভারতের নানা প্রান্তে কাশ্মীরিদের ওপর হামলা মারধর

যমুনা নিউজ বিডি:   তিনদিন আগে ভারত-শাসিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলায় ভারতীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফের …

Powered by themekiller.com