Home / আন্তর্জাতিক / ফের অচলাবস্থার মুখে যুক্তরাষ্ট্র!

ফের অচলাবস্থার মুখে যুক্তরাষ্ট্র!

যমুনা নিউজ বিডি:  যুক্তরাষ্ট্রে আবারও যেন অচলাবস্থা শুরু না হয় সে বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে সংলাপ কোনো চুক্তি সম্পাদন ছাড়াই থেমে গেছে।

এ কারণে দেশটি আবারও অচলাবস্থার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহ ধরে চলমান অচলাবস্থা ছিল। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে সাময়িকভাবে তা কেটে যায়।

গত মাসে হওয়া তিন সপ্তাহের চুক্তির সময়সীমা শুক্রবারই শেষ হয়ে যাবে। এর আগেই নতুন চুক্তি না হলে আবারও অচলাবস্থা শুরু হবে।

এর আগে, ট্রাম্প সরকারকে একটানা ৩৫ দিন অচলাবস্থা কাটাতে হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ অচলাবস্থা।

সূত্র : বিবিসি, নিউ ইয়র্ক টাইমস

Check Also

২ বিশ্ববিদ্যালয় ছাত্রকে ২৪০ কোটি টাকা জরিমানা!

যমুনা নিউজ বিডি :  বনাঞ্চলে বারবিকিউ করতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। ফলে বনাঞ্চলে ব্যাপক ক্ষতি …

Powered by themekiller.com