Breaking News
Home / তথ্যপ্রযুক্তি / ফিরছে সেই নকিয়া ৮১১০

ফিরছে সেই নকিয়া ৮১১০

যমুনা নিউজ বিডি ঃ যে সময়টা নকিয়ার দাপট ছিল, তখন একের পর এক জনপ্রিয় মোবাইল বাজারে এনে প্রযুক্তির দুনিয়া মাতিয়ে রাখতো তারা। সেই সময়কার বেশ কিছু জনপ্রিয় মোবাইল আবারো ফিরিয়ে এনে ভক্তদের নস্টালজিয়ায় ভাসাতে চায় নকিয়া। গত বছরই তারা বাজারে আনে নকিয়া ৩৩১০। তারই ধারাবাহিকতায় এবার আনা হয়েছে নকিয়া ৮১১০। যারা ইতিমধ্যে হাতে নিয়ে দেখতে পেরেছেন, তারা রীতিমতো আপ্লুত।

নকিয়া অ্যান্ড্রয়েড দুনিয়ায় প্রবেশের পর তাদের সুনাম ফিরিয়ে আনতে চাইছে। স্মৃতি উস্কে দিয়ে এ বছর এটাই নকিয়ার নতুন চমক। এটা সেই ফোন যেটাতে প্রথমবারের মতো মেট্রিক্স মুভ দেওয়া হয়েছিল। কি প্যাডের কাভারটা নিচের দিকে নামিয়ে কাজ করতে হয়। তোলপাড় করেছিল মোবাইলটি। তখনই ওটার দাম ছিল বেশ। তবে দামের কারণে ভারত বা আশপাশের বাজারে তেমন বিক্রি হয়নি। তবুও সৌখিন মানুষরা ঠিকই কিনতেন।

নতুন নকিয়া ৮১১০ ফোর জি সুবিধা নিয়ে এসেছে। স্লাইডিং কাভারের ফোনটি নিরেট ধাতবের ট্র্যাক নিয়ে এসেছে। উচ্চ স্পেসিফিকেশনের ফোন নয়। তবে নকিয়া ৩৩১০ এর ফোর জি সংস্করণের চেয়ে বেশ উন্নত।

২.৪ ইঞ্চি ডিসপ্লের রেজ্যুলেশন ২৪০x৩২০। আছে আল্ট্রা বেসিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০৫ প্রসেসর রয়েচে। পেছনের ক্যামেরা মাত্র ২ মেগাপিক্সেল। অভ্যন্তরে ৪ জিবি স্টোরেজ ফোনটির র‍্যাম ৫১২। সিঙ্গেল এবং ডুয়াল সিম সংস্করণ বিভিন্ন দেশে পাওয়া যাবে।

যারা বিগত ২০ বছর ধরে নকিয়াকে চেনেন, তাদের কাছে ফোনটি দারুণ আকাঙ্ক্ষিত হবে। এর দাম ধরা হয়েছে ৭৯ ইউরো। কাজেই দামটা নেহাত কম নয়। তবে তুলানায় সেবা যে ভালো দেবে, তা আশা করেন ভক্তরা। নির্মাতা এইচএমডি গ্লোবালের উদ্বোধনী অনুষ্ঠানের পরই ক্রমান্বয়ে বিভিন্ন বাজারে চলে যাবে নকিয়া ৮১১০।
সূত্র : গেজেটস

Check Also

কম্পিউটার গেমসে আসক্তি ‘মানসিক রোগ’

যমুনা নিউজ বিডি ঃ কম্পিউটারে গেম খেলার আসক্তিকে মানসিক রোগ হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে বিশ্ব …

Powered by themekiller.com