Home / আন্তর্জাতিক / প্রিন্স সালমানের সঙ্গে খাশোগির ছেলের সাক্ষাত! টুইটারে ঝড়

প্রিন্স সালমানের সঙ্গে খাশোগির ছেলের সাক্ষাত! টুইটারে ঝড়

যমুনা নিউজ বিডি: ২ অক্টোবর তুরস্কে সৌদি কনসুলেটে খুন হন ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি। মঙ্গলবার জামাল খাশোগির দুই ছেলেকে ডেকে নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খাশোগির মৃত্যুতে শোক জানিয়েছেন তিনি। এদিকে, এ ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম টুইটারে নিন্দার ঝড় উঠেছে।

জানা গেছে, খাশোগির দুই পুত্র সালাহ এবং সাহেলকে অভ্যর্থনা জানিয়েছেন বাদশাহ সালমান ও  ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এদিকে, ক্রাউন প্রিন্সের ডাকে সাড়া দেয়ায় খাশোগির পুত্রদের ব্যাপক সমালোচনা করছেন অনেকেই।

সূত্র: আল-জাজিরা

Check Also

নেদারল্যান্ডসে বন্দুক হামলায় নিহত বেড়ে ৩

যমুনা নিউজ বিডি:   নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলায় তিনজন নিহত ও নয়জনের অবস্থা …

Powered by themekiller.com