Home / জাতীয় / প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন নির্বাচিত ছাত্রনেতারা

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন নির্বাচিত ছাত্রনেতারা

যমুনা নিউজ বিডি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনে নির্বাচিত ছাত্রনেতাদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার বিকাল ৪টায় এ সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

দাওয়াত পাওয়ার সত্যতা নিশ্চিত করে ডাকসু’র নির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী যখন সবাইকে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন সেখানে আমাদের সবার যাওয়া উচিত। আমরা যাচ্ছি গণভবনে।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন নির্বাচিত হয়েছেন।

Check Also

রডের বদলে বাঁশ দেবেন না: রাষ্ট্রপতি

যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে শিক্ষা সমাপনকারী গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছে, …

Powered by themekiller.com