Home / নারী ও শিশু / পুলিশ কর্মকর্তার মাদক ও বাল্যবিয়ে বিরোধী মতবিনিময়

পুলিশ কর্মকর্তার মাদক ও বাল্যবিয়ে বিরোধী মতবিনিময়

যমুনা নিউজ বিডি: ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আহাদ খান উপজেলার চারটি বিদ্যালয়ে জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে বিরোধী মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চর আলগী ইউনিয়নের চরমছলন্দ মুসলিম উচ্চ বিদ্যালয়, চর কামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফ ফরাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে বিরোধী মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান, চরমছলন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, এস আই জাকির হোসেন, চর কামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেদেনা খাতুন, শরীফ ফরাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, উত্তর চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমান উল্লাহ প্রমুখ।
এ সময় অভিভাবক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Check Also

বেলকুচিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর

যমুনা নিউজ বিডি: সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের  হামলা করার অভিযোগ পাওয়া …

Powered by themekiller.com