Home / জাতীয় / পাহাড়ের সবাই সমানভাবে শান্তিতে বসবাস করবে: প্রধানমন্ত্রী

পাহাড়ের সবাই সমানভাবে শান্তিতে বসবাস করবে: প্রধানমন্ত্রী

যমুনা নিউজ বিডি রিপোর্ট :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাহাড়ের সবাই সমানভাবেই শান্তিতে বসবাস করবে। বাঙালি-পাহাড়ি সবাই মানুষ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

অাজ রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অকৃতকার্যদের হতাশ হওয়ার সুযোগ নেই। বরং তাদের আরো বেশি সচেতন হতে হবে যেন পরেরবারে পড়াশোনা করে ভালো ফল পেতে পারে। পরীক্ষায় ছাত্রদের পাসের হার যাতে মেয়েদের সমান হয় সেজন্য ছেলেদের লেখাপড়ায় মনোযোগী হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হোক। কে পাহাড়ি কে বাঙালি এটা বিবেচ্য নয়, আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক। সৌহার্দ পূর্ণ পরিবেশ বিরাজ করুক।

Check Also

প্রধান বিচারপতির ইফতারে রাষ্ট্রপতির যোগদান

যমুনা নিউজ বিডি ঃ রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ সুপ্রিম কোর্ট চত্বরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট …

Powered by themekiller.com