Home / সারাদেশ / বগুড়া / পাটকল বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় বাম গনতা্ন্ত্রিক জোটের অবস্থান কর্মসূচী পালন

পাটকল বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় বাম গনতা্ন্ত্রিক জোটের অবস্থান কর্মসূচী পালন

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আজ সকালে শহরের সাতমাথায় বাম গনতান্ত্রিক জোট সমাবেশ করেছে। রাষ্ট্রীয় পাটকল বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে এবং সার্বোজনীন স্বাস্হ্য সেবা নিশ্চিত, বিনামুল্যে সব নাগরিকের করোনা পরীক্ষা ও চিকেৎসার দাবীতে এই অবস্থান কর্মসূচী পালন করে।

সিপিবির জেলা সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বাসদ সভাপতি সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সিপিবি নেতা সন্তোষ কুমার পাল প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারিতে করোনা পরীক্ষা ও চিকেৎসার ব্যায় ভার সরকারকেই নিতে হবে। বে- সরকারী হাসপাতালে সাড়ে তিন হাজার টাকা নেয়া হচ্ছে। বে- সরকারী হাসপাতাল অধিগ্রহন করে বিনা মুল্যে করোনা পরীক্ষা ও চিকেৎসার ব্যাবস্হা করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশে ৭৭টি পাটকলের মধ্যে আদমজি সহ ৫০ টি পাটকল বন্দ। অবিলম্বে সরকারকে পাটকল বন্দের সিস্ধান্ত থেকে সড়ে আসতে হবে।

Check Also

বিপাকে ঢাকার ৫০ হাজার ইন্টারনেট গ্রাহক

যমুনা নিউজ বিডিঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গত কয়েক দিন ধরে বেশ কিছু …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com