Breaking News
Home / নারী ও শিশু / পদ্মায় নৌকাডুবি, অলৌকিকভাবে উদ্ধার পাঁচ মাসের শিশু

পদ্মায় নৌকাডুবি, অলৌকিকভাবে উদ্ধার পাঁচ মাসের শিশু

যমুনা নিউজ বিডি ঃ মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটের পশ্চিমে উত্তাল পদ্মা নদীর মাঝখানে নৌকাডুবির ঘটনায় গুরুতর অসুস্থ ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ মাসের শিশু কন্যাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার ভাটিতে উত্তাল পদ্মার বুক থেকে নারী-শিশুসহ ৭ জনকে উদ্ধার করে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, সোমবার বিকেলে হরিরামপুরের ধুলসুড়া থেকে পাবনার বেড়ার উদ্দেশে যাওয়ার পথিমধ্যে পাটুরিয়া ফেরিঘাটের অদূরে নিজস্ব ইঞ্জিনচালিত নৌকা পদ্মার প্রবল ঢেউয়ে ডুবে যায়। নৌকা আরোহী পাঁচ মাসের শিশু কন্যা ফাতেমা, বোন সুর্মি (৮), উর্মি (১০), পিতা ওমর আলী, মাতা চম্পা বেগম, আত্মীয় হিরা (২৫) ও মাঝি লাল চাঁদ মিয়া (৫৫) নদীতে ভাসতে থাকে।

খবর পেয়ে পাটুরিয়া ঘাটে অবস্থানরত দমকল বাহিনীর ধলেশ্বরী নামক জাহাজের সদস্যরা এদের উদ্ধার করে চিকিৎসা দেয়। তবে, নৌকা উদ্ধার হয়নি।

Check Also

সহপাঠীর হাত ধরে চলায় মারধর খুবই খারাপ আলামত

যমুনা নিউজ বিডি ঃ সহপাঠীর হাত ধরে চলায় মারধরের ঘটনা খুবই খারাপ আলামত বলে মন্তব্য …

Powered by themekiller.com