Breaking News
Home / খেলাধুলা / নেপিয়ারে যেতে দীর্ঘ সড়কযাত্রাই বেছে নিলেন মাশরাফি-তামিম

নেপিয়ারে যেতে দীর্ঘ সড়কযাত্রাই বেছে নিলেন মাশরাফি-তামিম

যমুনা নিউজ বিডি :  নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে নেপিয়ারে দুইটি পথে যাওয়া যাবে। প্রথমটি প্লেনে করে, সময় লাগবে মাত্র এক ঘন্টা এবং দ্বিতীয়টি সড়ক পথে, সময় লাগবে ছয় ঘন্টা। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের দুই সিনিয়র তারকা মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল ছোট প্লেনের ঝাঁকুনি অপছন্দ করেন। তাই নেপিয়ারে যেতে দীর্ঘ সড়কযাত্রাই বেছে নিলেন তারা।

জানা গেছে, অকল্যান্ড থেকে নেপিয়ারে যাওয়ার জন্য বড় প্লেনের ব্যবস্থা নেই। এর মধ্যে দেশটিতে প্রচণ্ড বাতাস সব সময়ই লক্ষ্য করা যায়। এর ফলে ছোট প্লেনগুলোতে বেশ ঝাঁকুনি হয়। এই ঝাঁকুনিটাই অপছন্দ করেন মাশরাফি ও তামিম।

এ ব্যাপারে বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘দলের দুইজন খেলোয়াড় আছে এমন। একজন তো ছোট প্লেনে কখনোই খুশি না। আসলে এখানে প্রতিটি সফরকারী দলে এমন কাউকে পাওয়া যাবে যে এই ধরনের ফ্লাইট পছন্দ করবে না।’

Check Also

ছয় ম্যাচের চারটিতেই আত্মঘাতি গোল ব্রাদার্সের

যমুনা নিউজ বিডি:  বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্সের মাঠে নামা মানেই যেন একটি করে আত্মঘাতি গোল …

Powered by themekiller.com