Home / রাজনীতি / নির্বাচনে অনিয়ম; বিচারক হবেন স্বয়ং ড. কামাল

নির্বাচনে অনিয়ম; বিচারক হবেন স্বয়ং ড. কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানি কর্মসূচি পালন করতে যাচ্ছে তাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

বুধবার (১৩ ফেব্রয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় ড. কামাল হোসেনকে প্রধান বিচারক করার প্রস্তাব করা হয়।

বৈঠকের সার্বিক বিষয় নিয়ে আ স ম আব্দুর রব বলেন, আমরা আগামী ২৪ ফেব্রুয়ারি গণশুনানি করবো সেই বিষয়ে রোববার প্রস্তুতি সভা রয়েছে। সভায় এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।

এখনও গণশুনানির ভেন্যু চূড়ান্ত হয়নি জানিয়ে রব বলেন, জাতীয় প্রেস ক্লাব, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মহানগর নাট্যমঞ্চসহ কয়েকটি জায়গা আমাদের বিবেচনায় রয়েছে।

ড. কামাল হোসেন দলীয় ব্যক্তি তিনি কীভাবে বিচারক হবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দুনিয়ার সব জায়গায় দল রয়েছে। দলীয় নেতারা এসব বিষয়ে কথা বলবেন।

পরে আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে আ স ম আব্দুর রব বলেন, ভোট ডাকাতি ছাড়া আমরা সব দলকে গণশুনানিতে লিখিত আমন্ত্রণ জানাব।

আগামী ১৭ ফেব্রুয়ারি স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটির একটি যৌথ সভা হবে বিকাল ৪টায় পুরানা পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে।

মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে তার সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, বিকল্পধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারি উপস্থিত ছিলেন।

Check Also

খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের গড়িমসি রয়েছে

যমুনা নিউজ বিডি:  বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে খালেদা জিয়াকে …

Powered by themekiller.com