Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / নানা আয়োজনে নাটোরে মুজিব নগর দিবস পালন

নানা আয়োজনে নাটোরে মুজিব নগর দিবস পালন

নাটোর প্রতিনিধি: সারা দেশের মতো নাটোরেও পালিত হয়েছে মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে সকালে নাটোর জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের কান্দিভিটা এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ দলের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানব বন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার আয়োজনে মঙ্গলবার শহরের সাতমাথায় মানব বন্ধন কর্মসূচী …

Powered by themekiller.com