Home / সারাদেশ / বগুড়া / নন্দীগ্রামে ৫নং ভাটগ্রাম ইউনিয়নে বিট পুলিশিং অফিস উদ্বোধন

নন্দীগ্রামে ৫নং ভাটগ্রাম ইউনিয়নে বিট পুলিশিং অফিস উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “বিট পুলিশিং সফল করি, সুখি নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে গত ১২ই আগষ্ট বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল ইউনিয়ন পরিষদ ভবনে ৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিট পুলিশিং অফিস উদ্বোধন করেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহম্মদ শওকত কবির। ওই সময় উপস্থিত ছিলেন, বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের ওসিসি বিভাগের প্রধান রুহুল আমিন, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী, বিজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার সরকার, বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্ব প্রাপ্ত অফিসার এস,আই মোঃ চাঁন মিয়া, ইউপি সদস্য আব্দুল হাকিম, জাহাঙ্গীর বাবু, আবু হাসেম প্রমুখ। উলে­খ, পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য বিট পুলিশিং অফিস স্থাপন করা হয়। নন্দীগ্রাম উপজেলায় ৫টি ইউনিয়ন ও পৌরসভায় বিট পুলিশিং অফিস স্থাপিত হয়েছে।

Check Also

শাজাহানপুরে বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করলেন নেতাকর্মীরা

যমুনা নিউজ বিডিঃ শুক্রবার বিকেলে বগুড়ার শাজাহানপুরের খরনা ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com