Home / সারাদেশ / বগুড়া / নন্দীগ্রামে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

যমুনা নিউজ বিডি ঃ বগুড়ার নন্দীগ্রামে উৎকৃষ্ট দলিল প্রস্তুতকরণের নিমিত্তে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ই জুলাই দুপুর ১২টায় নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে সাব-রেজিস্ট্রার নাজমুল হকের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন, বগুড়া জেলা রেজিস্ট্রার আব্দুস সালাম, দিনাজপুর জেলার ঘোড়াঘাটের সাব-রেজিস্ট্রার মনসুর আলী ও দুপচাঁচিয়ার সাব-রেজিস্ট্রার নাঈমা সিদ্দিকা। প্রশিক্ষণ পর্বে উৎকৃষ্ট দলিল প্রস্তুতকরণের জন্য নিবন্ধন আইন ও বিধির আলোকে দলিল লেখকগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। দলিল প্রস্তুত করণের ক্ষেত্রে যেসব ভুল পরিলক্ষিত হয়, সেসব ভুল নিরসনের লক্ষ্যে বাস্তবসম্মত নির্দেশনা প্রদানের পাশাপাশি দলিলের বিশুদ্ধতা নির্ণয়ের ব্যাপারে দলিল লেখকগণকে সতর্ক থাকতে বলা হয়। যাতে কোন ক্রমেই জাল বা প্রতারণামূলক দলিল প্রস্তুত না হয়।

Check Also

কুমিল্লায় চার বন্ধু মিলে নারী শ্রমিককে ধর্ষণ

যমুনা নিউজ বিডি ঃ কুমিল্লায় এক নারী শ্রমিককে চার বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। …

Powered by themekiller.com