Home / সারাদেশ / বগুড়া / নন্দীগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নন্দীগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৩ই আগষ্ট বেলা সাড়ে ১১টায় নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম মৌজায় কাথম-চাকলমা কাটা খালের পানিতে ডুবে থাকা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। প্রাপ্ত তথ্যে জানা যায়, ছেলেদের দল মাছ ধরার জন্য কাটা খাল এলাকায় গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহম্মেদ রাজিউর রহমান ও নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ মোহম্মদ শওকত কবির সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খালের পানিতে পড়ে থাকা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে নন্দীগ্রাম থানার এসআই চাঁন মিয়ার সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন, এখন পর্যন্ত অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া যায়নি। তিনি আরো বলেন, রহস্য উদঘটনের জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যহত রয়েছে।

Check Also

এবার ড্রোনে ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বগুড়ার এসপি

ষ্টাফ রিপোর্টার ঃ বার ড্রোন দিয়ে ছবি তুলেও আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বগুড়ার পুলিশ সুপার আলী …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com