Home / জাতীয় / নদী বন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত

নদী বন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত

যমুনা নিউজ বিডি ঃ দেশের বিভিন্নস্থানে ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কায় নদী বন্দরে ২ নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সতর্ক সঙ্কেত বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Check Also

গোবিন্দগঞ্জে পূর্বশত্রুতার জেরে বিষ প্রয়োগে গরু হত্যা

যমুনা নিউজ বিডিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে গো-খাবারের বাশের কাটরা খোরে বিষ প্রয়োগ করে …

Powered by themekiller.com