Home / রাজনীতি / নতুন বাজেটে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর আহ্বান ফখরুলের

নতুন বাজেটে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর আহ্বান ফখরুলের

যমুনা নিউজ বিডিঃ নতুন বাজেটে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর পাশাপাশি, কৃষিখাতের উন্নয়নে কৃষি কমিশন গঠনের দাবিও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে এক ভিডিও বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব দাবি তুলে ধরেন। এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে জিডিপির অন্তত ছয় শতাংশ বরাদ্দ করে এ খাতের উন্নয়নে সুষ্পষ্ট রূপরেখা ঘোষণা করা উচিৎ। রাজস্ব বাড়াতে দেশে কর্মরত বিদেশিদের আয়করের আওতাভুক্ত করা, বহুজাতিক কোম্পানিগুলোর কর বাড়ানোর দাবি জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল আরও বলেন, একদিকে সরকারের প্রণোদনা, অন্যদিকে শ্রমিক ও কর্মী ছাঁটাই চলতে পারে না। আসছে বাজেটে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।

Check Also

বাজেটের কপি ছিড়ে বিএনপির এমপিরা সংসদ অবমাননা করেছেন : কাদের

যমুনা নিউজ বিডিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংসদ সদস্যরা …

%d bloggers like this:

Powered by themekiller.com