Home / তথ্যপ্রযুক্তি / নতুন অ্যাডভেঞ্চার বাইক আনলো ডুকাতি

নতুন অ্যাডভেঞ্চার বাইক আনলো ডুকাতি

যমুনা নিউজ বিডি ডেস্ক : আকর্ষণীয় লুকের নতুন অ্যাডভেঞ্চার বাইক আনলো ডুকাতি। বাইকটির মডেল মাল্টিস্ট্রাডা ১২৬০। মাল্টিস্ট্রাডা সিরিজের মধ্যে এই বাইকটি সবচেয়ে শক্তিশালী।

ইতালির এই প্রতিষ্ঠানটি আভিজাত্য, স্টাইল, অত্যাধুনিক প্রযুক্তি এবং পারফরম্যান্সের সমন্বয়ে বাইক তৈরি করে। এবার প্রতিষ্ঠানটি নতুন মডেলের বাইক আনলো।

গত কয়েক বছরে বাইকপ্রেমীদের মধ্যে অ্যাডভেঞ্চার বাইকের প্রতি ঝোঁক বেড়েছে। সেই কারণেই অ্যাডভেঞ্চার বাইক নিয়ে হাজির হয়েছে ডুকাতি ইন্ডিয়া।

১২৬২ সিসির এল-টুইন ডিভিটি টেস্টাস্ট্রেট্টা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটিতে। যা এত দিন ব্যবহার করা হত ডুকাতি এক্সডায়াভেল মডেলটিতে।

১২৬০ সিরিজের বাইকগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য আরও স্টাইলিশ লুক দেওয়া হয়েছে।

নতুন বাইকটিতে রয়েছে ডুকাতি মাল্টিমিডিয়া সিস্টেম। যা স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যাবে। এ ছাড়াও রয়েছে এবিএস, কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল এবং হুইলি কন্ট্রোল, টিএফটি ইনস্ট্রুমেন্টেশন কনসোল এবং কর্নারিং ল্যাম্প।

বাজারে ডুকাটি মাল্টিস্ট্রাডার চারটে মডেল আনবে । সেগুলো হল- মাল্টিস্ট্রাডা ১২৬০, ১২৬০ এস, ১২৬০ ডি-এয়ার এবং ১২৬০ পাইকস পিক। এসব বাইকের দাম ২০ লাখেরও বেশি।

Check Also

ব্ল্যাক ফ্রাইডে সুপার সেল উপলক্ষে এক্সনহোস্টে চলছে ৭০% ছাড়

যমুনা নিউজ বিডি: ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ভার্চুয়াল বিশ্বজুড়ে চলছে ছাড়ের উৎসব। ব্ল্যাক ফ্রাইডে হলো বিশ্বের শপিং …

Powered by themekiller.com