Breaking News
Home / সারাদেশ / বগুড়া / নওগাঁর মান্দা উপজেলা যুবদলের আহবায়ক কমিটি প্রত্যাখান

নওগাঁর মান্দা উপজেলা যুবদলের আহবায়ক কমিটি প্রত্যাখান

যমুনা নিউজ বিডিঃ নওগাঁর মান্দায় সদ্য গঠিত উপজেলা যুবদলকে পকেট কমিটি আখ্যায়িত করে ওই কমিটিকে প্রত্যাখান করা হয়েছে। শুক্রবার রাতে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় সাবেক এমপির বাসভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত যুবদলের এক সভায় নওগাঁ-৪(মান্দা) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক এই দাবি জানান। তিনি বলেন, মান্দা উপজেলা যুবদলের এই আহ্বায়ক কমিটি একটি পকেট কমিটি। টাকার বিনিময়ে অবৈধভাবে এই কমিটি তৈরি করা হয়েছে। মান্দা উপজেলা যুবদলের সকল স্তরের নেতৃবৃন্দও অবৈধ এই কমিটি ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। ওই কমিটি অবিলম্বে বাতিল করে যোগ্য, ত্যাগি, রাজপথের সাহসী যুবনেতাদের নিয়ে কমিটি পুনঃগঠনের দাবি জানান তিনি।
এসময় মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন খান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার স্বপন, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু,মাস্টার ফরিদ এনামুল হক, আব্দুল মালেক, ওবায়দুল হক, দুলাল হোসেনসহ ১৪টি ইউনিয়ন থেকে আগত শতাধিক যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় নতুন আক্রান্ত ৩১, সুস্থ্য ২৩

 স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় গেল ২৪ ঘন্টায় নতুন করে ৩১জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২১৫ নমুনার ফলাফলে …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com