Home / সারাদেশ / বগুড়া / ধামইরহাটে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

ধামইরহাটে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

যমুনা নিউজ বিডিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা গ্রামে পুকুরের ডুবে ইসমাইল হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বাড়ির পাশের পুকুরে এই ঘটনা ঘটেছে। দুপুরের দিকে পুকুরে ভাষমান অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। মৃত ইসমাইল হোসেন ওই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে।
থানার ওসি আব্দুল মমিন জানান ওইদিন সকালে শিশুু ইসমাইল হোসেন বাড়ির বাহিরে খেলা করার সময় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে কোথাও দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন যায়গাতে তার খোঁজ- খবর নেয়। তার কোন খোঁজ না পেয়ে দীর্ঘ কয়েক ঘন্টা পর বাড়ির পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।

Check Also

বগুড়ার শেরপুরে শিশু নুসরাতকে বাঁচাতে পরিবারের সাহায্য আবেদন

যমুনা নিউজ বিডিঃ ছোট্ট মায়াবি এই শিশুটির নাম নুসরাত জাহান। বয়স মাত্র দুই বছর। এটুকু …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com