Home / অপরাধ-আদালত / ধানমণ্ডির স্টার কাবাব রেস্টুরেন্টকে জরিমানা

ধানমণ্ডির স্টার কাবাব রেস্টুরেন্টকে জরিমানা

যমুনা নিউজ বিডি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাব রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সপ্তাহব্যাপী ভেজালবিরোধী স্পেশাল ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তারা কয়েকটি রেস্টুরেন্টের খাবার তৈরির পরিবেশ দেখেন।

এতে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সপ্তাহব্যাপী ভেজালবিরোধী অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

এসময় তিনি, শুধু অর্থদণ্ড নয়, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কারাদণ্ড দেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।

Check Also

বগুড়ায় শহীদ জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

মমিন রশীদ বগুড়া ঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্ম বার্ষিকী …

Powered by themekiller.com