Home / নারী ও শিশু / দোহারে দেয়াল ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

দোহারে দেয়াল ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যমুনা নিউজ বিডি ঃ ঢাকা জেলার দোহার উপজেলার চর জয়পাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির সীমানা দেয়াল ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই এলাকার মো. রফিকের ছেলে মো. হোসেন (১১) ও একই গ্রামের মো.ইয়ানুসের ছেলে ছাত্র মো. রাতুল (১৩)।

দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গতকাল সন্ধ্যায় রাতুলসহ কয়েকজন শিশু মিলে দুর্ঘটনাস্থলের একটি পরিত্যক্ত বাড়ির সীমানা দেয়ালের পাশে খেলা করছিল। পরে তারা সীমানা দেয়াল বেয়ে উপরে উঠতে গেলে দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই হোসেনের মৃত্যু হয়।

ওসি আরো বলেছেন,খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করা হচ্ছে।

Check Also

ঢাবির ‘ঘ’ ইউনিটে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে

যমুনা নিউজ বিডি: সম্প্রতি শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ …

Powered by themekiller.com