Home / সারাদেশ / বগুড়া / দুপচাঁচিয়ায় কবি গুরুর ১৫৭তম জন্ম বার্ষিকী পালিত

দুপচাঁচিয়ায় কবি গুরুর ১৫৭তম জন্ম বার্ষিকী পালিত

যমুনা নিউজ বিডি ঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে একাডেমীর সদস্য আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদেব কুণ্ডুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল বাসার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, একাডেমীর সদস্য শাহীদুর রহমান কয়েন, পরিমল চৌধুরী, অসীম কুমার দাস, গৌতম বসাক, মোসলেম উদ্দিন, অভিভাবক সদস্য শামীমা আক্তার মুক্তা, একাডেমীর প্রশিক্ষক প্রদীপ কুণ্ডু, লিপন মহলদার প্রমুখ। পরে একাডেমীর শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Check Also

অবৈধপথে প্রবেশকালে বেনাপোলে আটক ৫

যমুনা নিউজ বিডি:  ভারত থেকে সীমান্তের অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে …

Powered by themekiller.com