Home / জাতীয় / দুদিনে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

দুদিনে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

যমুনা নিউজ বিডিঃ রোনায় গত দুইদিনে দেশে সর্বোচ্চ ৮৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৫ হাজার ৪৭৮ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু ও ২ হাজার ৭৩৫ জন শনাক্ত হয়েছেন। আগের দিনও ৪২ জন কোভিড রোগী মারা যান এবং শনাক্ত হন ২ হাজার ৭৪৩ জন।

দেশে করোনায় এ পর্যন্ত ৬৮ হাজার ৫০৪ জন আক্রান্ত এবং ৯৩০ জন মারা গেছেন।

এছাড়া গত দুদিনে এক হাজার ২৩৫ জনসহ মোট ১৪ হাজার ৫৬০ জন কোভিড রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ৬৮ হাজার ৫০৪ জন।

এ পর্যন্ত আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে লিঙ্গভেদে পুরুষ ৭১ শতাংশ ও নারী ২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৯ জন। আগের দিন মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী ছিলেন।

এ পর্যন্ত যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যে পুরুষ ৭৭ শতাংশ এবং নারী ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে একজন, রাজশাহীতে একজন, ময়মনসিংহে ২ জন, বরিশালে ২ জন, খুলনায় ২ জন ও রংপুরে একজন মারা গেছেন।

আগের দিন ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ২ জন, রাজশাহীতে ২ জন, ময়মনসিংহে একজন ও খুলনায় ২ জন মারা যান।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে

Check Also

জাতীয় সংসদে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী দিলো নৌবাহিনী

যমুনা নিউজ বিডিঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় সংসদের সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কমর্রত ব্যক্তিবর্গের জন্য …

%d bloggers like this:

Powered by themekiller.com