Home / সারাদেশ / দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ

দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ

যমুনা নিউজ বিডি ঃ এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ। যা গত বছরের থেকে কমেছে।

আজ রবিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রকাশিত ফলাফলে মোট পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী।

২০১৮ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৩৬ জন ও ছাত্রী ৯১ হাজার ২৪ জন।

Check Also

ব্রাহ্মনবাড়িয়ায় মাইক্রোবাস খাদে : নিহত ৫

যমুনা নিউজ বিডি: ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার …

Powered by themekiller.com