Home / বিনোদন / দিতিপ্রিয়ার আউটডোর

দিতিপ্রিয়ার আউটডোর

যমুনা নিউজ বিডি:   ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দিতিপ্রিয়া রায় সকলের মন জয় করে নিয়েছেন অনেকদিন হলো। অভিনয় দক্ষতা প্রমাণ করে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এত অল্প বয়সে এমন অভিনয়, পাশাপাশি পড়াশোনাও কীভাবে চালিয়ে যাচ্ছেন দিতিপ্রিয়া, তা নিয়ে অনেকেই তাজ্জব বনে যান।

দিতিপ্রিয়ার থেকে ‘রাণী রাসমণি’ নামেই তাঁকে এখন বেশি লোকে চেনেন। তবে শুধু ধারাবাহিকে অভিনয় করেই খালাস নন, ঐতিহাসিক চরিত্র ‘রাসমণি’ সম্পর্কে রীতিমতো পড়াশোনাও করেছেন দিতিপ্রিয়া।

জেনারেল নলেজে দিতিপ্রিয়া অনেকের থেকেই এগিয়ে। আপাতত দিতিপ্রিয়া সহ রাণী রাসমণির সমস্ত কলাকুশলীরা এই মুহূর্তে আউটডোরে গিয়েছেন। সেখানেই চলছে শ্যুটিং। শুটিং শেষে ফিরবেন, আপাতত আউটডোর থেকে ফেরার অপেক্ষায়।

Check Also

ড্রাইভার-সহকারীকে ৫০ লাখ রুপির দুই ফ্লাট দিলেন আলিয়া

যমুনা নিউজ বিডি: বলিউড সেনসেশন আলিয়া ভাটের বৃহস্পতি এখন তুঙ্গে। ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ছবি …

Powered by themekiller.com