Home / সারাদেশ / বগুড়া / দলের লোকদের এমন অভিযোগ দুঃখজনক -সাহাদারা মান্নান

দলের লোকদের এমন অভিযোগ দুঃখজনক -সাহাদারা মান্নান

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুনজিল আলী সরকার কর্তৃক ওই এলাকার সংসদ সদস্য ও এমপি পতœী এবং সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলেিগর সভাপতি সাহাদারা মান্নানের বিরুদ্ধে নির্বাচনে অসযোগিতা বা বিরোধিতার যেসব অভিযোগ উঠেছে তা ’ সম্পুর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকরই শুধু নয় বরং দুঃখজনকও বটে। শনিবার সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন সাহাদারা মান্নান । সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু , সহসভাপতি মমতাজুর রহমান মন্ডল , যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতির উপস্থিতিতে সাহাদারা মান্নান বলেন , সংসদ সদস্য আব্দুল মান্নান এলাকায় দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা এবং অসামান্য উন্নয়ন দক্ষতার মাধ্যমে মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন । দলকে করেছেন সুসংগঠিত । তেমন একজন মানুষ নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন এমন বিভ্রান্তকর কথাও আমাদের শুনতে হবে , তাও আাবার নিজ দলের নেতাদের মুখে ?

Check Also

স্টাইলে চুল কাটলেই ৪০ হাজার টাকা অর্থদন্ড

যমুনা নিউজ বিডিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে হেয়ার স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের ওপর সরকারিভাবে …

Powered by themekiller.com