Home / জাতীয় / ঢাকা মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

যমুনা নিউজ বিডি: ঢাকা মহানগর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃ প্রতীম সংগঠনের নেতারা।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের কাছে বৈঠকের কথা নিশ্চিত করেন।

বৈঠকে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নির্বাচনী দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। ওদিকে মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তর এবং মহানগর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

Check Also

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

যমুনা নিউজ বিডি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন …

Powered by themekiller.com