Home / জাতীয় / ড. কামালের ভুল স্বীকারকে স্বাগত জানালেন কামরুল

ড. কামালের ভুল স্বীকারকে স্বাগত জানালেন কামরুল

যমুনা নিউজ বিডি: জামায়াতের সঙ্গে নির্বাচন করা ভুল ছিল, ড. কামালের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

১৩ জানুয়ারি, রবিবার বিকেলে ঢাকার কামরাঙ্গীরচরে নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের মানুষ এখন স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধ। এ কারণেই সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গণরায় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম কাজ করে তারা একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষে অবস্থান নিতে পারে না মন্তব্য করে তিনি বলেন, এ বাস্তবতা না মানলে বিএনপি রাজনীতিতে আবারও ব্যর্থ হবে।

Check Also

শিক্ষার্থীদের আন্দোলনে ডাকসু এজিএস সাদ্দামের সংহতি

যমুনা নিউজ বিডিঃ নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো শুরু হওয়া বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ …

Powered by themekiller.com